মার্চ ২১, ২০২৫
Home » সন্দ্বীপে ক্যাডেট মাদ্রাসায়  বার্ষিক ক্রীড়া সাহিত্য ইসলামী সাংস্কৃতিক  প্রতিযোগিতা অনুষ্ঠিত
1000078672

মোবারক হোসেন,সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

সন্দ্বীপ উপজেলার মগধরা ১ নং ওয়ার্ডের  হাজী আবদুল্লাহ তৈয়বুর নুর দারুস সালাম ক্যাডেট মাদ্রাসায়  বার্ষিক ক্রীড়া সাহিত্য ও ইসলামী সাংস্কৃতিক  প্রতিযোগিতা মঙ্গলবার ১৮ ফেব্রয়ারি  সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শুরুতে মাদ্রাসার  প্রাত্যহিক সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশনা এবং ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। পরে একে একে দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, বিস্কুট খেলা, চেয়ারখেলা, কুরআন তেলাওয়াত, নাতে রসুল  হামদ্ নাত,  সহ বিভিন্ন ইভেন্টে মোট ২৯ টি  প্রতিযোগিতায় অংশ নেন কোমলমতী শিক্ষার্থীরা।
 এদিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে  সভাপতিত্ব করেন দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার সভাপতি মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক তত্তাবাধান করেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এম এ। বিভিন্ন প্রতিযোগিতার বিচারকের ভূমিকা পালন করেন দারুস সালাম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  পারভীন বেগম, ও কামরুন নাহার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন ও সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান। উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক সহকারী শিক্ষক শাহীন উদ্দিন এম এ, আলাউদ্দিন এম এ,, নুর মোহাম্মদ এম এ, মামুন উদ্দিন, নাইম উদ্দিন, মুমিন উল্ল্যাহ বিএ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *