

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। স্বামীকে রক্ষার চেষ্টায় আহত হয়েছেন তার স্ত্রীও। সোমবার রাত ৯টার পর উত্তরা ৭ নম্বর সেক্টরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ইতোমধ্যে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে। ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বেপরোয়া গতিতে মোটরসা ইকেল চালাচ্ছিল একদল উচ্ছৃঙ্খল কিশোর। সে সময় এক দম্পতি তাদের শিশুসন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল, তবে অল্পের জন্য রক্ষা পায়।
এই ঘটনায় শিশুটির বাবা বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। স্বামীকে বাঁচাতে স্ত্রী ঢাল হয়ে দাঁড়ালে তিনিও গুরুতর আহত হন। পরে পথচারীরা দ্রুত এগিয়ে এসে দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ভিডিও ভাইরাল, স্থানীয়দের প্রতিক্রিয়া হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে আঘাত করছে, আর তার স্ত্রী তাকে রক্ষার চেষ্টা করছেন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে।
তবে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে হামলাকারীদের মধ্যে দুজনকে ধরে উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের বক্তব্য উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান “আমার দেশ” পত্রিকাকে জানান, “স্থানীয়দের সহায়তায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আটক কিশোর গ্যাং সদস্যদের নিয়ে যাওয়ার সময় তারা স্থানীয় বাসিন্দা ও আক্রান্ত দম্পতিকে হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত সম্প্রতি রাজধা নীতে কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। উত্তরা, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় এ ধরনের গ্যাংয়ের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।