মার্চ ১৬, ২০২৫
Home » ৪৬,নওগাঁ-১ আসনে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান জনগনের মতে এগিয়ে
Oplus_131072

Oplus_131072

এম,এ,মান্নান, নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

৪৬,নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা,সাপাহার) এর মনোনয়ন প্রত্যাশি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সাহেব গ্রামে গ্রামে প্রতিটি মহল্লায় নিয়ামতপুর, পোরশা,ও সাপাহারের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তার প্রতিশ্রুতি দিয়ে চলছেন।মোস্তাফিজুর রহমান একজন নেতার মডেল হিসাবে বিবেচনা করলে ভুল হবে না।
তিনি অনেকদিন যাবৎ ইউনিয়ন চেয়ারম্যান পদে ছিলেন।তিনি চেয়ারম্যান থাকা কালীন কোন জনগন তার ব্যবহার কথাবার্তায় দুঃখ পায়নি বরং তার ব্যবহারে গরীব অসহায় মানুষ খুশি হয়েছেন এবং অনেক উপকার পেয়েছেন।তাই বলা যায় উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে জনতার এমপিকে একবার বাংলাদেশ কে পরিচালনার জায়গা সেই পবিত্র সংসদ সদস্য যেন হতে পারে এজন্য দোয়া ও আশির্বাদ করবেন নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের সর্বোস্তরের জনগন।
জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সাহেব বলেন আমি আপনাদের সেবায় আপনাদের মাঝে মিশে থাকতে চায়।একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে যে ভাবে সাড়া দিয়েছেন ইনশাআল্লাহ আবারও আমার জন্য আগামী সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে ঝাপিয়ে পড়বেন আপনারা একটুও বিচলিত হবেন না।আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকব ইনশাআল্লাহ।
গত সোমবার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার স্বনামধন্য ছাতড়া হাটে জনগনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব মোঃ তারেক রহমানের পক্ষ হতে লিফলেট বিতরন কার্যক্রম চালান।জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আপনারা আমাকে নির্বাচিত করার প্রত্যয় গড়ে তুলেন আমিও আপনাদের কাছে অঙ্গীকার করলাম আমার নির্বাচনী এলাকা (নিয়ামতপুর, পোরশা,সাপাহার) উন্নয়নের রোল মডেল করার চেষ্টা অব্যাহত রাখব।
ছাতড়া হাটে লিফলেট বিতরনে জনতার এমপি সফরসঙ্গী ছিলেন জনাব মোঃ সেন্টু-মানিকপাটন,জনাব মোঃ নবিজুল ইসলাম-মানিকপাটন,জনাব মোঃ ফন্টু-মানিকপাটন,জনাব মোঃ আকতার হোসেন (ভুলু)-শালবাড়ী,জনাব মোঃ আনোয়ার হোসেন-কালাইডাঙ্গা ও আরো অনান্য বি,এন,পি নেতা-কর্মী।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *