

মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ ও জয়পুরহাট জেলার কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১৯ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনা য়তনে ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হওয়ার পর সেখানে কমিটির সভাপতি ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মোঃ সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্কটিতে পক্ষে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হোন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে থেকে রানার্সআপ হোন মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য, বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হোন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাফরুহা আকতার মোহনা। দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযো গিতায় মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ মনোয়ারুল হাসান, বিচারক ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আব্দুল মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলজার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তাজমিনুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।