

নজরুল ইসলাম নিরব, স্টাফ রিপোর্টার আশুলিয়া সাভার
প্রধান মেহমানঃ হযরত মাওলানা মোস্তাফা মাহববুল আলম সাতক্ষীরা। প্রধান অতিথি: জনাব ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য, ঢাকা -১৯ (সাভার আশুলিয়া)।
প্রধান বক্তা: হযরত মাওলানাঃ মুফতি আব্দুল আহাদ সালেহ খতিব, বায়তুল মামুর জামে মসজিদ, মিরপুর, ঢাকা। বিশেষ বক্তা: হযর মাওঃ মুফতি আলী হোসেন ফারুকী খতিব, বায়তুল আমান জামে মসজিদ।
হাফেজ মাওঃ দেলোয়ার হোসাইন আলজামি খতিব, হযরত আলি রাঃ জামে মসজিদ, বসুন্ধরা। হাফেজ মাওঃ মুহাম্মাদুল্লা হাফেজ্জী দাঃ বাঃ খতিব, বায়তুল জান্নাত জামে মসজিদ, ঢাকা।
বিশেষ অতিথি : জনাব দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব সাবেক সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা, বিএমপি। প্রিয় অতিথি : হযরত মাওঃ মোফাজ্জল হোসেন ভুইয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মদিনাতুল উলুখ মাদ্রাসা, গাজিরচট, আশুলিয়া, ঢাকা। সভাপতিত্ব করবেন : জনাব হাজি আবুল কাশেম মিয়া সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া থানা বি এম পি। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে ও মুরব্বি গন