

পংকজ দে, কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এবং মহাসড়কটি যানচলাচল বন্ধ হয়ে যায়। নিহত কাভার্ডভ্যান চালক মোঃ জাহাঙ্গীর মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা এলাকার মোঃ মুক্তু মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে পনেরো জন আহতরা হলেন – খুলনা, খানজাহানআলী, সেনপাড়া এলাকার মুনসুর আলী ছেলে আনিচুর রহমান (৫৫), খুলনা খালিশপুর এলাকার নাসিরউদ্দিন এর ছেলে আবু বক্কর তুহিন (৩০), খুলনা নুরপাড়া এলাকার মরিয়ম খুলনা সদর মৌলবীপাড়া
মৃত আবুল সবুর শেখ এর ছেলে আব্দুল আজাদ(৩৭) শেখ,সিরাজগঞ্জ জেলার আনোয়ার হোসেন এর ছেলে সোহাগ রানা(২১), খুলনা মোজাহের হোসেন এর ছেলে তৌহিদ হোসেন জয়(২৯), বাগে রহাট জেলার মোতাহের শেখ এর ছেলে মিরাজ শেখ (৩০),ফকিরহাট থানার আহাদ আলী ছেলে টুটুল (৩৫),খুলনা গোলাম মোস্তফার ছেলে, বিপ্লব( ৪২), খুলনা আফতাব উদ্দিন এর ছেলে নাসির উদ্দীন (৪৯), কিশোরগঞ্জ মুক্তু মিয়ার ছেলে মুন্না (১৭), খুলনা শেখপাড়া সাজ্জাদ (৩৭), শেখ আহমেদ এর ছেলে শিপন(৪২), শামচু হক এর ছেলে শাহ আলম (৬০), বাপ্পি (২৫)
হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রী বাহী ফালগুনী পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা পোনা নামক স্থানে পণ্যবাহী কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত ও ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান৷ মুরাদ কালবেলাকে দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান- বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত ১৫ জনের মধ্যে গুরুতর অন্তত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও খুলনা মেডিকেল কলেজ, হাসপাতালে পাঠানো হয়েছে।মহাসড়কটি প্রায় আড়াইঘন্টা পর যানচলাচলের জন্য স্বাভাবিক করা হয়।