
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আবুল হাসান,স্টাফ রিপোর্টার
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর কাদেরিয়া জামে মসজিদে মাগরিব বাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আসছে আগামী মাহে রমজান। মাসটি সকল মুসলীমদের গুরুত্বপূর্ণ মাস হিসাবে গুরুত্ব।সেই রমজানের গুরুত্ব বিষয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।মসজিদের সভাপতি মশিউর রহমানে সভাপতিত্বে উক্ত অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,পারুলিয়া ইউনিয়ন জামা য়াতের ২ নং-ওয়ার্ডের সেক্রেটারী আইয়ুব আলী। ফিরোজ আহমেদ,আবু তালেব,আমিরুল ইসলাম প্রমুখ:মসজিদের উন্নয়নও ভালো ভাবে পরিচালনা হতে পারে সেই লক্ষে এক যুবকমিটি গঠন করা হয়েছে।এরপরে মসজিদের ইমাম হাফেজ মাওলানা তুহিনুজ্জামান দোয়া পরিচালনা করে শেষ করে।