

আবুল হাসান, স্টাফ রিপোর্টার
মানুষ মানুষের জন্য। মানুষ হিসাবে একে-অপরকে আপন মনে করতে হবে। যে কোন বিপদ-আপাদে সহায়তা করার লক্ষ পাশে যেতে হয়। ঠিকই আপন মনে কাউকে অপার হিসাবে নয়,আপন হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠন করে যাচ্ছে।দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠনটির দায়িত্ব শীলদের নির্দাশনায় কর্মীরা দায়িত্ব পালন করে যাচ্ছে। কোমরপুর ঢেপখালী গেইট সংলগ্ন মৃত্যু শেখ শুকচানের পুত্র আনারুল শেখ। এই আনারুল ইসলাম এর বসতি ঘরও গোয়ালে ১৬ ফেব্রয়ারী রাতে অন্ধকারে আগুন লেগে পুড়ে যায়।ভুক্তভোগী আনারুল জানান আমাকে ১৭ ফেব্রয়ারী সকালেই সহায়তা করে যায়,দেবহাটা উপজেলা জামায়াতের দায়িত্ব শীলরা। কোমরপুর জামায়াত ইসলামী দায়িত্ব শীলদের মধ্যে, আইয়ুব আলী, আরশাদ আলী, মাহবুব রহমান, হাফেজ মাওলানা তুহিনুজ্জামান, ফিরোজ আহমেদ, আবু তালেব, আঃরহমান,রাজিব আহমেদ প্রমুখ।তানারা প্রতিনিয়োত দেখা শোনা করে যাচ্ছে এমনই জানিয়েছেন বলে জানা গেছে। আনারুল ইসলাম সর্ব উচ্চ সহায়তা জামায়াতের পক্ষে পাবেন এমনই আশাবাদী গ্রামবাসী।