জুন ১৩, ২০২৫
Home » নরসিংদী জেলায় ফেইসবুকে ডাকা হরতাল চোখে পরেনি

জাহেদুর রহমান,জেলা প্রতিনিধি নরসিংদী 

নরসিংদীতে আওয়ামী লীগ এর কথিত ফেসবুকে ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি ঢাকার পাশ্ববর্তী জেলা নরসিংদীতে। দলীয় কর্মসূচি হলেও পিকেটিং তো দূরের কথা, মাঠে খুঁজে পাওয়া যায়নি কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে। ফলে নরসিংদী জেলার বিভিন্ন স্থানের হাট-বাজার,দোকানপাট,শপিং সেন্টারগুলো ছিল পূর্বের মতোই খোলা।অপরদিকে অফিস-আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম চলছিল স্বাভাবিক ।   সড়ক,মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ভাবেই চলেছে। সকাল থেকে শহরের পৌর বাস টার্মিনাল থেকে ঢাকা ও টংগীর উদ্দেশ্যে নিয়মিত বাস চলাচল করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি।
অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়ককের ভেলানগর সড়কে নির্বিঘ্নে চলাচল করছে ঢাকা,সিলেট,কিশোরগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া,সুনামগঞ্জ,মৌলভী বাজারসহ বিভিন্ন সড়কে ছোট-বড় যানবাহন।১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঢাকা থেকে আসা বাসের যাত্রীগণ ও চালক বলেন হরতালের কোনো প্রভাব চোখে পড়েনি। ঢাকার টার্মিনাল থেকে গাড়ী নিয়ে বের হলাম। রাস্তায় যাত্রীও প্রচুর। রাস্তায় কোনো সমস্যা নেই। বিপরীত দিক সিলেট থেকে আসা পাথর বোঝাই ট্রাকের চালক বলেন, হরতালের কথা শুনিনি। আর হরতালের কোনো প্রভাব রাস্তায় নেই। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। রাস্তায় চলাচলে কোনো বাধার সৃষ্টি হয়নি। এদিকে আওয়ামী লীগের কথিত ফেসবুকে ডাকা হরতালকে কেন্দ্র করে যেকোনো কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলা আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সজাগ দৃষ্টিতে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *