এপ্রিল ২৭, ২০২৫
Home » নেত্রকোনায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম এর মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ
Messenger_creation_29EBD8CD-50D8-451A-A114-87337E81D132

স্টাফ রিপোর্টার নেত্রকোনা

বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকায় নেত্রকোণা কালেক্টরেট মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  নেত্রকোণা জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক।এছাড়াও এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: দেলোয়ার হোসেন সাইফুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি
মাওলানা কামাল উদ্দিন , জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী জহিরুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া,নেত্রকোণা পৌর জামায়াতের আমির মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ,  কলমাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের  জেলা সভাপতি মোজাম্মেল হক মিলন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ বলেন,” বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার ছাত্র – জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্টে অবৈধ গদি ছেড়ে পলায়ন করেছে। এরপর স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারের কারাগারে বন্দী বিরোধী মতের অনেক নেতৃবৃন্দ ছাড়া পেলেও সম্পূর্ণ মিথ্যা  বানোয়াট মামলায় আটক এ টি এম আজহা রুল ইসলাম ছাড়া  পাননি।তিনি সম্পূর্ণ নির্দোষ। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে সাজা দেয়া হয়েছে। আমরা বর্তমান  সরকার এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অনতি বিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করছি। আমাদের প্রিয় নেতা এ টি এম আজহা রুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।  এতে উপস্থিত জনতা এ টি এম আজহা রুল ইসলামের মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। জেলা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ করে নেত্রকোণা সদর উপজেলা মাঠে এসে মিছিলটি শেষ হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *