

মোঃ জাকির হোসেন,ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি
ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার বিতরণ কারা হয়েছে। বুধবার (১৯ফেব্রুয়ারি)বিকালে পৌর কৃষক দলের আয়োজনে বিআরডিবি মাঠে। মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ও ভাইস চেয়ারম্যান,ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নানের পক্ষে,অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সাবেক মেয়র মোঃ মঞ্জিল হোসেন,২৫০ বস্তা ইউরিয়া সার কৃষকের মাঝে বিতরণ করেন। এসময় তিনি বলেন ফরিদগঞ্জে ১৬টি ইউনিয়নে প্রায় ৫ হাজারেরও অধিক দরিদ্র কৃষকের মাঝে এসার বিতরণ করা হয়েছে।আমরা ১নং ইউনিয়ন থেকে শুরু করে আজ পৌরসভা শেষ করলাম।আমাদের একমাত্র মাটি ও মানুষের নেতা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান সাহেবের উদ্যোগে কৃষকের মাঝে প্রতিবছর সার বিতরণ করেন, শীত আসলে শীতবস্ত, ঈদ আসছে ঈদ উপহার সামগ্রী, কৃষকের মাঝে পাওয়ার টেলার ও বিতরণ করেন।
তিনি আরো জানান, এম এ হান্নান বেঁচে থাকলে ইনশাআল্লাহ প্রতিবছর পাবেন।আজ ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক হতদরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেছি। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং উৎপাদন বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কৃষকদের ধারণা দেন। পৌর কৃষক দলের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হোসেন চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটোয়ারী, নজরুল ইসলাম নজু পাটোয়ারী,মাসুদুর রহমান বেপারী,পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী,উপজেলা কৃষক দলের প্রস্তাবিত সভাপতি হেলাল উদ্দিন মাস্টার, প্রস্তাবিত সাধারণ সম্পাদক হারুন গাজী,সাংগঠনিক সম্পাদক মুস্তফা কামাল,মৎস্যজীবী দলের সভাপতি ইউনু প্রমুখ।