মার্চ ২৫, ২০২৫
Home » বাগেরহাটে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ
oppo_32

oppo_32

তালুকদার হাসান, বিশেষ প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়ক শহরের মেগনিতলা থেকে মিছিলটি বের হয়ে দশানী, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ভিআইপি মোড়, আলীয়া মাদরাসা মোড়, মিঠাপুকুর পাড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। মিছিল থেকে জামায়াত নেত এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানানো হয়।

এর আগে বিকেল ৩টায় মেগনিতলা বাজারে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনূস, সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, অ্যাড. মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ অধ্যক্ষ আব্দুল আলিম, শেখ মনজুরুল হক রাহাদ, ছাত্র শিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ মশিউর রহমান খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিথ্যা, সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছিল। দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে তৎকালীন আমীরে জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ৫ জন শীর্ষনেতাকে ফাঁসি দিয়ে হত্যা করে। তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে উদ্ধার পাবে যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। কিন্তু, শেখ হাসিনার পতনের পর অনেকে মুক্তি পেলেও মুক্ত হননি জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *