

মোঃ শাহজাহান বাশার , স্টাফ রিপোর্টার
গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিশন (৩২) কে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।মঙ্গলবার ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মিশন উপজেলার নাইঘর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, “আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, সম্প্রতি গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।