

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
মাহফুজ আলম, মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন যাতে তিনি তার বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ ছিলেন না। মাহফুজ আলম বলেছেন, তার বিরুদ্ধে ভারতীয় মিডিয়া এবং কিছু প্রোপাগান্ডা সেল থেকে প্রচারণা চলছে। তাকে হিজবুত তাহরির, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করা হচ্ছে, যা তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন, তিনি কখনোই এসব সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং তাদের আদর্শিক দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নন।
মাহফুজ আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাকে ইসলামী ছাত্রশিবিরের প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হলেও, তিনি তাদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করেননি। তিনি বলেন, “আমি আক্ষরিক অর্থেই জামায়াতের ইসলাম গ্রহণ করিনি এবং এখনো করি না।” আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি একজন ‘মাস্টারমাইন্ড’ ছিলাম না। কিন্তু, ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত, ৯ দফা দাবিসহ, আমার পরামর্শ এবং ‘সমর্থন’ ছিল।” তিনি আরও উল্লেখ করেন, গত পাঁচ বছর ধরে প্রায় সব অনুষ্ঠান ও বিবৃতি তার হাতে লেখা হয়েছে।
তার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান সম্পর্কে মাহফুজ বলেন, তিনি ইসলামবাদী বা ধর্মনিরপেক্ষবাদী মতাদর্শকে সমর্থন করেন না। তিনি একটি সভ্য রাষ্ট্র এবং সমবেদনা ও দায়বদ্ধতার উপর ভিত্তি করে একটি সমাজের স্বপ্ন দেখেন, যেখানে নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা রাষ্ট্রের নীতিতে প্রতিফলিত হবে। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা তথ্য ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এই স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন বা শহীদ হতে পারেন।