
নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
রংপুরের পীরগাছায় ২০২৪-২৫ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষক/কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬,১৭,১৮ ফেব্রুয়ারী ২০২৫ ইং উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার প্রায় ৩০জন কৃষক/কৃষাণীদের মাঝে তেলজাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।
এ প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক হিসেবে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লিয়াকত বিন মুকিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষি কর্মকর্তা এ ডি ডি মাহমুদা আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বৈজ্ঞানিক গবেষক হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন ডা: মোঃ একরামুল হক। প্রশিক্ষক লিয়াকত বিন মুকিত তিন দিনে শীরিষা তেল, সূর্যমুখী ফুল থেকে তেল সহ বিভিন্ন তেলজাতিয় ফসলের ফলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমরা বেশি করে তেল জাতীয় ফসল চাষাবাদের মাধ্যমে আমাদের তেলের চাহিদা মেটাতে সক্ষম হবো ইনশাআল্লাহ।