

আব্দুল জব্বার, ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে দক্ষ এবং জ্ঞান বৃদ্ধির জন্য ইউনিয়ন পর্যায়ে “গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও শো আজ সকাল ১১ঘটিকায় পরিষদের শোভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিউর রহমান (মতি) , চেয়ারম্যান, ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, শিক্ষক, চাকুরী জীবি, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ স্থানীয় ব্যক্তিবর্গ। সভায় গ্রাম আদালত সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপহার দেন। প্রেজেন্টেশন এর পর গ্রাম আদালত সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সমন্বয়কারী রাশেদা আক্তার। চেয়ারম্যান তার বক্তব্যে বলেন আমরা গ্রাম আদালত এর ধারা এবং বিধি মোতাবেক বিচার কার্য সম্পাদন করি এবং মামলা দায়েরের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন এবং মামলা নিষ্পত্তিতে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা হবে। পরিশেষে চমৎকার এই আয়োজন কে হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ।