মার্চ ২১, ২০২৫
Home » রায়পুরে ০৩ ফার্মেসি’কে জরিমানা ১৮ হাজার
Screenshot_2025-02-19-19-40-07-450_com.facebook.katana

আশরাফুল আলম জীবন,রায়পুর লক্ষীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খান এর নির্দেশনায় এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুরের তত্ত্বাবধানে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পূর্ণবাসী ফার্মেসি, মোহাম্মদীয়া ফার্মেসি এবং পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য মজুদ রাখার অপরাধ পাওয়া যায়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ (খ) ও (গ) ধারায় এই অপরাধের জন্য তিন ফার্মেসিকে মোট ১৮,০০০ (আঠারো হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন লক্ষ্মীপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জনাব ডালিম চন্দ্র দাস। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *