মার্চ ২৫, ২০২৫
Home » রায়পুর পৌর বিএনপির ঘরোয়া নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন
Messenger_creation_A87135FA-DBBF-4B10-8E6B-5917F1ACB803

আশরাফুল আলম জীবন, রায়পুর লক্ষীপুর

লক্ষ্মীপুরের রায়পুর পৌর বিএনপির ঘরোয়া  নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৯নং ওয়ার্ডের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সদস্য ও নির্বাচন সমন্বয়ক এডভোকেট হারুনুর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুল আলম আলমাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল জাহের মিয়াজি, ভুঁইয়া কামাল রায়হান, নজরুল ইসলাম লিটন প্রকাশ ভিপি লিটন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটোয়ারী, আনিসুল হক, মুকুল পাটোয়ারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা, যুবনেতা নুরে হেলাল মামুনসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
সভাপতি পদে মো. আসিফ ৪৬ ভোট পেলেও, ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন ফিরোজ আলম। সাধারণ সম্পাদক পদে ৭৯ ভোট পেলেও, মো. কামাল হোসেন ১০৬ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠ নিক সম্পাদক পদে মো. মানুদ ৭ ভোট, মো. হারুনুর রশিদ ২৭ ভোট, মো. মোখতার হোসেন ৪৬ ভোট পেলেও, মো. শফিক ১০৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী বলেন, “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো”—এই সংকল্প নিয়ে আমরা মাঠে নেমেছি। এটি আমাদের দলের ভোট, কোনো বিভেদ যেন দলে না থাকে। যারা বিজয়ী হয়েছেন, তারা দলের স্বার্থে কাজ করবেন এবং যারা পরাজিত হয়েছেন, তারাও ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করবেন। তিনি আরও বলেন, ‘আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে থাকব। দলের জন্য, ধানের শীষের জন্য এবং আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবো। এ উৎসবমুখর নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নতুন নেতৃত্বের প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *