মার্চ ১৫, ২০২৫
Home » শ্রমিক কল্যাণের ইপিজেড থানার কার্যকরি পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
000

মো:আজগর আলী, চট্টগ্রাম

শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড থানার উদ্যোগে ২০২৫-২০২৬ সেশনের ২৬ জন সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদের প্রথম অধিবেশন ইপিজেড থানা কার্য্যালয়ে সম্পন্ন হয়। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও মহানগর সভাপতি জনাব এস এম লুৎফর রহমান। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি জনাব নজির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর সভাপতি বলেন থানার কাজকে আরো গতিশীল ও মজবুত করতে হলে বর্তমান পরিষদের আজকের উপস্থিত দায়িত্বশীল নিজেদের জায়গা থেকে পরিকল্পনার আলোকে পরিকল্পিত ভাবে কাজ করে যেতে হবে। শ্রকিদের যৌক্তিক দাবি আদায়ে সাধারণ শ্রমজীবী মানুষদের পক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলস ভাবে কাজ কর যাচ্ছে। ফেডারেশনের কাজ বৃদ্ধি করার জন্য সাধারণ শ্রমিক সহ গণমানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয়ার জন্য সকল দায়িত্বশীলদের আন্তরিক দৃষ্টি আকর্ষণ করেন।

বর্তমান সময়ে বিভিন্ন শ্রমিক সেক্টরে শ্রমিক অসন্তোষের কথা উল্যেখ করে তিনি আরো বলেন, শ্রমিক মালিকদের মধ্যে কোন সংঘর্ষ থাকতে পারে না কেননা দেশের অর্থনীতি সমৃদ্ধির জন্য উভয়ইকে সমান ভাবে কাজ করে যেতে হবে। মালিকদের উপর শ্রমিকদের দাবি দাওয়া থাকতেই পারে, কিন্তু সেটি হতে হবে যৌক্তিক এবং বর্তমান সময়ের উপর সামঞ্জস্যপূর্ণ। প্রয়োজনে শ্রমিক – মালিক এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরিবেশ তৈরি করে নিতে হবে। কোন অবস্তাতে কোন স্বার্থান্বেষী মহলের চক্রান্তে কান না দিয়ে সকল পর্যায়ের দায়িত্বশীল এবং বিভিন্ন শ্রেণী পেশার পরিচিত শুভাকাঙ্ক্ষী সহ সর্বস্তরের জনশক্তিকে কোন প্রকার উস্কানিমূলক সৃষ্টি হওয়া আন্দোলনে জড়িয়ে না যেতে পরামর্শ প্রদান করেন। থানা সভাপতি জনাব মোহাম্মদ হোছাইন মাহমুদ এর সভাপতিত্বে উক্ত অধিবেশনে আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি জনাব নজির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে নগর সহ-সভাপতি বলেন অল্প কয়েকদিন পরেই শুরু হবে পবিত্র মাহে রমাদানুল মোবারক, তথা রমজান মাস। বছরের এই মাসটি হচ্ছে আমাদের জন্য অনেক কল্যাণময় ও গুরুত্বপূর্ণ একটি মাস, সারা মাস এবাদত বন্দেগীর পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে নিজেদের সাধ্য মত গরিব অসহায় শ্রমিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরনের গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন কোরআন নাযিলের এই মাসে রোজা, ইফতার, সেহরি, রাত জেগেক নামাজ আদায় করার পাশাপাশি বিভিন্ন ইসলামী সাহিত্য অধ্যয়ন করে নিজেদের যোগ্যতা বৃদ্ধি করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

থানা সাধারণ সম্পাদক জনাব আব্দুস সবুর আশেকীর সঞ্চালনায় কার্যকরি পরিষদ অধিবেশনে আরো বক্তব্য রাখেন থানা সভাপতি জনাব মোহাম্মদ হোছাইন মাহমুদ, সহকারী সেক্রেটারি জনাব জোবায়ের বিন জিয়াউল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভায় থানা, ওয়ার্ড, এবং ইউনিট সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *