মার্চ ১৫, ২০২৫
Home » অবশেষে মহামান্য হাইকোর্টের আদেশে অবরুদ্ধ চলাচলের রাস্তাটি অবমুক্ত হলো      
1000143929

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার

কালিয়াকৈর উপজেলার মধ্যে পাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে  আকুলিচালা- সাকাশ্বর পাকা রাস্তা থেকে কিছু টা ভেতরে ফ্রেন্ডস ইকো এ্যাপারেলস লিমিটেড নামের একটি রপ্তানি মুখি শিল্প প্রতিষ্ঠান করার লক্ষ্যে জমি ক্রয়ে করে প্রতিষ্ঠানের কাজ শুরু করেন  ফ্রেন্ডস ইকো এ্যাপারলেস লিমিটেড কর্তৃপক্ষ, অত্র প্রতিষ্ঠানটিতে  যাতায়াত এর জন্য আকুলিচালা – সাকাশ্বর পাকা রাস্তার সাথে সম্পৃক্ত বনের ভেতর দিয়ে, সফিকুলের বাড়ি থেকে ফ্রেন্ডস ইকো এ্যাপারেলস লিমিটেড পর্যন্ত  যাওয়ার চলমান রাস্তাটি বহু যুগ যুগ ধরে ব্যবহারিত হয়ে আসছে জনসাধারণের জন্য, যাহা স্থানীয় ব্যক্তিদের
সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন যাবত  বনের ভেতর দিয়ে এই রাস্তাটি স্থানীয় জনগণ ব্যবহার করে আসলেও ফ্রেন্ডস ইকো এ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ যখন একটি রপ্তানি মুখী শিল্প প্রতিষ্ঠান করার লক্ষ্যে ক্রয় কৃত জমিতে উক্ত রাস্তাটি ব্যবহার করে কাজ শুরু করেন , কিন্তু রাস্তার উভয় পাশে বন বিভাগের জায়গা থাকার কারণে স্থানীয় ফরেস্ট ডিপার্টমেন্ট সহ বন বিভাগ কর্তৃপক্ষ বাধা প্রদান করেন, বাধা প্রদান করার কারণে ফ্রেন্ডস ইকো এ্যাপারলেস লিমিটেড কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের কাজ বন্ধ করে দেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাস্তাটি ব্যবহারের বিষয়ে মহামান্য
হাইকোর্টের দারস্ত হন , মহামান্য হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে ফ্রেন্ডস ইকো এ্যাপারেলস লিমিটেড একটি রপ্তানি মুখী শিল্প প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি গড়ে উঠলে যেখানে শত শত মানুষের
কর্মসংস্থানের ব্যবস্থা হবে ,তাই যাতায়াতের জন্য উক্ত রাস্তাটি সহ ফ্রেন্ডস ইকো এ্যাপারেলস লিমিটেড এর শান্তিপূর্ণ বসবাসের মধ্যে কোন প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করা যাবে না বলে  একটি আদেশ জারি করেন এ বিষয়ে সরে জমিনে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন ফ্রেন্ডস ইকো এপারলেস লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটি এখানে গড়ে উঠলে অনেক লোকজনের কর্মসংস্থান তৈরি হবে এবং এলাকার উন্নয়ন হবে মহামান্য হাইকোর্টের এই আদেশে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি বলে জানান ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *