মার্চ ১৬, ২০২৫
Home » আল্লু অর্জুনের বিপরীতে জাহ্নবী কাপুর
GHNG

মানবাধিকার প্রতিদিন,ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। সময় বিশেষে তিনি খবরের শিরোনামে এলেও এবার আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় নির্মাতা অ্যাটলির নতুন সিনেমায় অভিনয়ের গুঞ্জনে। খবর বলিউড হাঙ্গামার।

জানা যায়, অ্যাটলি বর্তমানে তার পরবর্তী সিনেমার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন পুষ্পারাজখ্যাত অভিনেতা আল্লু অর্জুন। পুষ্পা ২-এর বিশাল সাফল্যের পর আরও জনপ্রিয় হয়ে উঠেছেন এ অভিনেতা। তার শক্তিশালী রূপে পর্দায় উপস্থিতি ও ভক্ত-আকর্ষণ ক্ষমতার কারণে এ নতুন ছবিটি নিয়ে এরই মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে গুঞ্জন রয়েছে, এ সিনেমার প্রধান নারী চরিত্রে থাকতে পারেন বলিউড তারকা জাহ্নবী কাপুর।

জাহ্নবী সম্প্রতি জুনিয়র এনটিআরের দেভারা সিনেমার মাধ্যমে তেলেগু দর্শকদের নজরে এসেছেন। এ ছাড়া তিনি রামচরণের বিপরীতে বুচি বাবু সানার পরবর্তী সিনেমায়ও অভিনয় করছেন। যদি গুঞ্জন সত্যি হয়, তাহলে অ্যাটলি ও আল্লু অর্জুনের সঙ্গে এ সিনেমাটি তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে এবং তাকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

অভিনেত্রীর এ সিনেমায় যুক্ত হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে, বিশেষ করে অ্যাটলির স্ত্রী প্রিয়ার জন্মদিনের পার্টিতে তার উপস্থিতির পর, যেখানে জাহ্নবীকে বিভিন্ন তারকার সঙ্গে মিশতে দেখা গিয়েছিল। এদিকে যদিও অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, তবে ভক্তরা এরই মধ্যে আল্লু অর্জুন ও জাহ্নবীর সম্ভাব্য রসায়ন নিয়ে বেশ উচ্ছ্বসিত। এ সিনেমা ছাড়াও অ্যাটলি সালমান খান ও রজনীকান্তকে নিয়ে আরও একটি সিনেমার কাজ করছেন বলে শোনা যাচ্ছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *