মার্চ ২১, ২০২৫
Home » একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার
Colorful Live News Free Logo (2) (1)

 

মোঃ শাহ্জাহান বাশার, স্টাফ রিপোর্টার

আগামী ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

ডিএমপি কমিশনার জানান, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২:০১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু হবে। প্রথমে ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানাবেন, এরপর আনুমানিক রাত ১২:৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করা হবে। তিনি সকলকে অনুরোধ করেন, বেদীতে পুষ্পমাল্য অর্পণের সময় যথাযথ শৃঙ্খলা বজায় রাখতে।

নিরাপত্তা ব্যবস্থা

শহিদ মিনার কেন্দ্রিক তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে: শহিদ মিনারে প্রবেশের সময় সকলের তল্লাশি করা হবে।
  • দাহ্য পদার্থ ও বিস্ফোরক প্রতিরোধ: কেউ যাতে দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • মোবাইল টিম: শহিদ মিনারের এক কিলোমিটার রেডিয়াসের মধ্যে মোবাইল টিম মোতায়েন থাকবে।
  • বিশেষ নজরদারি: নিরাপত্তার স্বার্থে সকলকে ব্যক্তিগত জিনিসপত্র, মোবাইল ও মানিব্যাগের প্রতি বিশেষ খেয়াল রাখার অনুরোধ করা হয়েছে।

ট্রাফিক পরিকল্পনা

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা জানান, শহিদ মিনার কেন্দ্রিক ব্যাপক জনসমাগমের কারণে সাতটি পয়েন্টে রোড ব্লক করা হবে।

বন্ধ থাকবেন যে সব পয়েন্ট:

১. শাহবাগ ক্রসিং 2. নীলক্ষেত ক্রসিং 3. শহিদুল্লাহ হল ক্রসিং 4. হাইকোর্ট ক্রসিং 5. চাঁনখারপুল ক্রসিং 6. পলাশী ক্রসিং 7. বকশীবাজার ক্রসিং

প্রবেশ ও বের হওয়ার পথ:

  • প্রবেশ: পলাশী ক্রসিং → ভাস্কর্য ক্রসিং → জগন্নাথ হল ক্রসিং → কেন্দ্রীয় শহিদ মিনার।
  • প্রস্থান: রোমানা ক্রসিং → দোয়েল চত্বর ক্রসিং।
  • রাস্তা বন্ধের সময়: রাত ৮:০০ ঘটিকায় রাস্তাগুলো বন্ধ করা হবে, তবে রাত ৯:০০ ঘটিকার মধ্যে সব রাস্তা পুরোপুরি বন্ধ থাকবে।
  • সাধারণ জনগণের জন্য শ্রদ্ধা নিবেদনের সময়: রাত ১২:৪০ ঘটিকা থেকে।

সংবাদ ব্রিফিংকালে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।

সতর্কতা ও নির্দেশনা

ডিএমপি কমিশনার সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “শহিদ মিনারে প্রবেশ ও বের হওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তার স্বার্থে সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।” তিনি আরও বলেন, ডিএমপি কর্তৃক গৃহীত কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *