মার্চ ২১, ২০২৫
Home » দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কৌশল অবলম্বন
1000003707 (1)

আপনাদের সমর্থনই আমার শক্তি ও অনুপ্রেরণা সম্প্রতি লামা উপজেলা বনের গাছ কর্তনে কাণ্ড নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পর লামাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংবাদটি প্রকাশের পরপরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে লামা ফরেস্ট ডিপার্টমেন্ট নজরদারি বাড়িয়েছেন । প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহন করেন। তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সংবাদ মাধ্যমকে আস্বস্ত করেন । দেশের অনিয়ম ও দুর্নীতি দমন করতে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রতিবেদনের পর লামা জুড়ে ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা আমার পাশে দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন এবং উৎসাহিত করেছেন। তাদের ভালোবাসা আমাকে অভিভূত করেছে। সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে উদ্বেগ প্রকাশ করে খোঁজখবর নিচ্ছেন—আমি ঠিক আছি কিনা, আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। তাদের এই ভালোবাসা ও উদ্বেগ আমাকে আরও শক্তি ও সাহস জোগায়।

দল আমার নেশা তখন ছিল যখন আমার দল সুশৃংখল ছিল ।পরছি না কোন অ্যাঙ্গেল থেকে বোঝাতে সিনিয়ররা যখন দুর্নীতি আর অনিয়মে জড়িয়ে যায়। পরবর্তিতে বাধ্য হলাম দলের দুঃসময়ে রাজপথে থাকলেও আমি সুসময়ে কিছু দলের নাম বিকৃত করে যাচ্ছিলেন কিছু নেতাকর্মী করতেছে বিভিন্ন অনিয়ম।সাংবাদিকতা আমার নেশা হয়ে যাচ্ছে, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা। সত্য উদঘাটনের এই যাত্রায় অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছি—হুমকি এবং চাপ সবই এসেছে। তবু কখনো থেমে যাইনি। বরং প্রতিটি প্রতিবন্ধকতা আমাকে আরও দৃঢ় ও সাহসী করেছে।
আমি মনে করি, সাংবাদিকতা শুধু খবর প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। আমি সবসময় চেষ্টা করি মানুষের অধিকার, পরিবেশ এবং সমাজের বিভিন্ন অন্যায়-অবিচারকে তুলে ধরতে। এই পথচলায় যারা আমার পাশে আছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সত্য প্রকাশের এই লড়াই চলবে, কারণ ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য প্রকৃত সত্যকে তুলে ধরাই আমাদের নৈতিক দায়িত্ব। সকল পাঠক, শুভানুধ্যায়ী এবং সহকর্মীদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। তাঁর অশেষ রহমত ও কৃপায় আমি আজও সত্যের পথে অবিচল থাকতে পারছি

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *