জুন ১৪, ২০২৫
Home » দূর্নীতির শীর্ষে গাংনীর এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তা, ব্রিজ ও স্কুল ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ থাকলেও তিনি ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এসব কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্র জানায়, ফয়সাল হোসেন গাংনীতে যোগদানের পর কয়েক বছরের মধ্যেই ঝিনাইদহে কোটি টাকার ফ্ল্যাটসহ বিভিন্ন স্থানে জমি কিনেছেন। অনৈতিক পথে অর্থ উপার্জনসহ নানাবিধ অবৈধ অপকর্ম ও ক্ষমতাসীনদের দ্বারস্থ হয়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য সচেষ্ট থেকেছেন। প্রায় সময় তিনি ব্যক্তিগত গাড়িতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। সম্প্রতি এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এক রাস্তার কাজ বন্ধ করা হলেও পরে উৎকোচ গ্রহণ করে নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ শুরুর অনুমতি দেন তিনি।
করুইগাছি গ্রামের উজ্জল হোসেন বলেন, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। বেতবাড়িয়া গ্রামের সাইদুর রহমান বলেন, সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি অনিয়মের কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
তেঁতুলবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম তিন ও চার নম্বর ইট ব্যবহার করে রাস্তা তৈরি করেছেন, যা এলজিইডি প্রকৌশলী ফয়সালের সহযোগিতায় সম্ভব হয়েছে।
এ বিষয়ে ফয়সাল হোসেন বলেন, অনিয়মের অভিযোগ পেলে কাজ বন্ধ করে নিম্নমানের সামগ্রী পরিবর্তন করানো হয়। তবে তিনি কেন এসব অভিযোগের সঠিক উত্তর দেননি, তা স্পষ্ট করেননি।
এলজিইডির জেলা প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *