মার্চ ১৬, ২০২৫
Home » দেশীয় অস্ত্রসহ ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ
IMG_20250220_174902

মোস্তাক আহমেদ ( বাবু) রংপুর

রংপুরে ঢাকা কোচ স্ট্যান্ড কামারপাড়া এলাকা থেকে,দেশীয় অস্ত্রসহ ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায়,বৃহস্পতিবার দেশীয় অস্ত্রসহ ২ জন ছিনতাই- কারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়  ছিনতাইকাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটর- সাইকেল উদ্ধারের বিষয়টিনিশ্চিত করেছেন। রংপুর মেট্রো- পলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শাহ আলম (১৯ ফেব্রু য়ারি) বুধবার রাত সাড়ে ১১টায় নগরীর কামারপাড়া এলাকা থেকে,গ্রেফতার করা হয় গ্রেফতার- কৃতরা হলেন,আলমনগর এলাকার,নিলয় হোসেন তনু ও নিউ আদর্শ পাড়ার,শাহারিয়ার সাহস। (১৮ ফেব্রুয়ারি) বুধবার ভোরে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে দর্শনা যাওয়ার পথে। শুটকির আড়তের সামনে মোটর সাইকেলে ৩জন ছিনতাইকারী ১ রিকশার গতিরোধ করে। পরে রিকশা -য় থাকা ২জন ছাত্রের কাছে থাকা মোবাইল ফোন ও মানি- ব্যাগসহ টাকা ছিনিয়ে নিয়ে নেন। এসময় তাদের মারধর করে,ছিনতাইকারীরা।
উল্লেখ যে  এমন অভিযোগ পেয়ে,তাজহাট থানা পুলিশ দিনভর অভিযান চালায়। অভিযানে ছিনতাই হওয়া ২টি মোবাইল ফোন,মানিব্যাগ,টাকা,ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় ছোরাসহ। ২জন ছিনতাইকারীকে ঢাকা কোচ স্ট্যান্ড কামারপাড়া এলাকা থেকে,গ্রেফতার করা হয়। এ বিষয়ে  রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মোঃ শাহ আলম বলেন। গ্রেফতারকৃতদের নামে,নিয়মিত মামলা হয়েছে,এবং তাদের আদালতে প্রেরণ করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *