মার্চ ২১, ২০২৫
Home » মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন করেছে মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে
hgjj

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টায় কুমিল্লা-মিরপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

প্রতিষ্ঠাতার প্রতিক্রিয়া,মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক আমার দেশ” পত্রিকায় “অভিযোগ প্রতিষ্ঠাতা মোশারফ হোসেনের বিরুদ্ধে” ও কৌশলে কলেজের টাকা আত্মসাৎ” শিরোনামে একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী বলেন, “প্রকৃত ঘটনাকে আড়াল করে কিছু কুচক্রী মহল কলেজের সুনাম ক্ষুণ্ন করতে ও আমাকে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

অধ্যক্ষের বক্তব্য,কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন বলেন, “ব্রাহ্মণপাড়া উপজেলায় শিক্ষা প্রসারের পথিকৃৎ হিসেবে পরিচিত ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর। সংবাদটির মাধ্যমে তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, “আমরা, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ প্রশাসনের কাছে এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে তথ্য অধিকার আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা মিথ্যা সংবাদের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *