

মোঃ আব্দুল হামিদ,মেহেরপুর ক্রাইম রিপোর্টার
২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করা মেহেরপুর জেলার সাবেক জেলা প্রশাসক আতাউল গনিসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।
বুধবার ১৯ ফেব্রুয়ারী-২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে পাঁচটি প্রজ্ঞাপনে প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে,অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি, বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌহিদ বিন হাসান রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের স্বাক্ষর করেন। মেহেরপুরের সাবেক জেলা প্রশাসক আতাউল গনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌহিদ বিন হাসান রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের স্বাক্ষর করেন। মেহেরপুরের সাবেক জেলা প্রশাসক আতাউল গনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।