মার্চ ২১, ২০২৫
Home » মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর উপর গুলি, নিহত ২, অস্ত্রসহ আটক ৫
image - 2025-02-20T154431.587

মোঃ শাহ্জাহান বাশার,স্টাফ রিপোর্টার

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আজ রাত আনুমানিক ১২:৩০ মিনিটে যৌথ বাহিনীর একটি অভিযানে দুইজন নিহত এবং পাঁচজন অস্ত্রসহ আটক হয়েছে। যৌথ বাহিনী গোপন সূত্রে জানতে পারে যে, কিছু ব্যক্তি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাহিনীর সদস্যরা গলির দুই পাশে অবস্থান নিলে একতলা ভবনের ছাদ থেকে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। যৌথ বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। এছাড়া, বাড়িটির ছাদ থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনী জানিয়েছে, জনগণের জানমালের নরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *