

মো:কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, নকলা, শেরপুর এর আয়োজনে বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে শেরপুরের নকলায় ২০২৪-২০২৫ অর্থবছরের পেস্টিসাইড রিস্ক রিডা কশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বালাইনাশক বিক্রেতাদের এক উদ্বদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মো: মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় উক্ত উদ্বদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, ফারিহা ইয়াসমিন প্রমুখ। সভায় নকলা উপজেলার বালাইনাশক বিক্রেতাসহ স্থানীয় মিডিয়া প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।