
Exif_JPEG_420

আবুল হাসান,স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা সদর উপজেলার ০৬ নং- ইউনিয়নের তেঘরিয়া এলাকার জনসাধারণের যাতায়াতের একমাত্র ইটসোলিং রাস্থাটির বেহাল অবস্থা। রাস্থাটি প্রতিনিয়োত হাজার হাজার জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্থাটি দীর্ঘ দিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে প্রতিনিয়োত দুর্ভোগ বেড়ে যাওয়ার উপক্রম। গ্রাম এলাকা থেকে শুরু করে বিশেষ প্রয়োজন সহ-গুরুত্ব কাজে যাওয়া ভোগান্তি পোহাতে হয়। তাই রাস্থাটি অবিলম্বে সংস্কারের লক্ষে সচেতন মহলের পক্ষে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবী।