

মীর মোঃ আব্দুল হালিম,ষ্টাফ রিপোর্টার
অদ্য সকাল তারিখ ২১/০২/২০২৫ইং রোজ শুক্রবার সিরাজগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প বিতরণের মাধ্যমে শোক দিবস পালন করা হয়।
২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপান এ দায়িত্বপ্রাপ্ত কর্মরত অফিসার ডি,এ,ডি মো: মোখলেছুর রহমানর্্যাব-১২, তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নিয়মিত টহলের পাশাপাশি একুশে ফেব্রুয়ারি এবং সপ্তম স্কোয়াড উপলক্ষে টহল আরো জোরদার করা হয়েছে।