মার্চ ১৬, ২০২৫
Home » দুপচাঁচিয়ায় আর্ত সামাজিক সহায়তা সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 
Screenshot_20250222_140106

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি 

বগুড়া দুপচাঁচিয়া আলতাফ নগর আর্ত – সামাজিক সহায়তা সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনি য়নের আলতাফ নগর বাজারে আর্ত- সামাজিক সহায়তার সংস্থার সভাপতি ডাঃ মোস্তফা মাহমুদ (রাজার) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিক খানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবার উদ্বোধন করেন সংস্থার উপদেষ্টা আলতাফ নগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রাং।
এদিন দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্তব্যাপী আর্ত সামাজিক সহায়তা সংস্থার সহযোগিতায় বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান  করেন মেডিসিন, নিউরো, এম, বি,বি,এস, ডি, এম,ইউ, এম, পি, এইচ, পি, জি, টি, মেডিসিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এইচ, সি, কর্মকার সুদীপ। সহযোগিতায় ছিলেন ডঃ শাহিনুর আলম।
এই দিন বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থাপত্র প্রদান ,রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও পেশার মাপা হয়। চিকিৎসা সেবা প্রদান কালে সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *