
Exif_JPEG_420

আবুল হাসান, স্টাফ রিপোর্টার
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর কাদেরিয়া মসজিদে এলাকার মৃত্যু ব্যাক্তিদের রুহের মাগফেরাত উপলক্ষে দোয়া অনুষ্ঠিত। দোয়া শেষে তাবারক দেওয়া হবে এই তাবারক রান্না করেন মসজিদের পাশে।সে সময়ে কুতুবউদ্দিন কাদেরিয়ার বড় ভাইয়ের স্ত্রী কতৃক মসজিদ সংলগ্ন তাদের একটি পাকা ঘরের ভিট ওয়াল ভেঙে নিয়ে যাওয়ার কার্যক্রম ।২২ জানুয়ারী সকাল থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ঘরভাঙা জোনে কাজ করতে থাকেন। মসজিদ এর পাশে দোয়া মাহফিলের আয়োজিত তাবারক রান্না চলাকালীন রান্নার নিকটে যায়।
রান্নার নিকটে থাকা ব্যাক্তিদের উস্কানি কথা বলেন।রান্নার পাশে থাকা ব্যাক্তিদের।সে সময়ে নাসির উদ্দীনের স্ত্রীকে বলা হয়, ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন সেই কাজ করেন।এরপর নাসির উদ্দীনের স্ত্রী বলেন,ঘর ভেঙে দোষ দোবো কমিটির লোকজনের আমার ঘর ভেঙে দিয়েছে। হাসতে হাসতে অগ্রিম বড় কথা বলা হয়েছে কমিটির।নতুন কমিটি হয়েছে মসজিদের টাকা পয়সা ভাগকরে নিয়েনা যেন। পরবর্তীতে নাসির উদ্দীনের স্ত্রীর উক্ত কথার বিষয়টির তীব্র নিন্দাও প্রতিবাদ জানানো হয়েছে।