মার্চ ২১, ২০২৫
Home » ফরিদপুরের নগরকান্দায় তালুকদার নাজমুল হাসান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ 
IMG-20250222-WA0019

বিপ্লব কুমার দাস, নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দায় তালুদার নাজমুল হাসান ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র আসন্ন মাহে রমজান উপলক্ষে ৮ নং ডাঙ্গী ইউনিয়নে ২৩০ টি দরিদ্র এবং হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টার সময়ে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
 ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহিজউদ্দিন চোকদার এ-র সভাপতিত্বে   দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার নাজমুল হাসান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব তালুকদার নাজমুল হাসান (সিআইপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দোজা তারা।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্য  সামগ্রী বিতরণ করার সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমি নগরকান্দার সন্তান নগরকান্দা মাটি মানুষের পাশে থাকার লক্ষে আমাকে আল্লাহ যতদিন হায়াত দান করবেন ততদিন আপনাদের পাশে থাকবো আমার পরিবার সহ সৌদি আরবে বসবাস করি একমাত্র আপনাদের মায়া মমতায় আপনাদের নিকট সামান্য কিছু মালামাল নিয়ে ছুটে এসেছি।
তিনি আরও বলেন আমি আমার ব্যবসা থেকে যা কিছু আয় আসে আমার সংসার চালানোর খরচ বাদে বাকিটা আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। খাদ্য সামগ্রী বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  নগরকান্দা উপজেলা বিএনপির শ্রমিক দলের মাসুদুর রহমান, ফরিদপুর জেলা সেচ্ছাসেক দলের সদস্য রুবেল চোকদার,  ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, যুবদলের মোঃ আবুল মাতুব্বর, ৮ নং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার আবুল মাতুব্বর প্রমুখ। পরে বেলা ১১ টায় উপজেলার রামনগর ইউনিয়নের দরিদ্রের  মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *