মার্চ ২৫, ২০২৫
Home » রংপুরে সাংবাদিকদের সাথে সাক্ষাৎ বিএনপি নেতা সামুর 
IMG-20250220-WA0005

নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান

আইনের শাসন প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। পুলিশের চরিত্রের পরিবর্তন হয়নি, পুলিশের পরিবর্তন আনতে হলে জনগণের ভোটের সরকার প্রয়োজন। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, দেশের অর্থনৈতিক মুক্তি ফেরাতে কৃষি উপকরণের দাম কমাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আলুসহ অন্যান্য শস্যের প্রক্রিয়াজাতকরণ, বিপণন, সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়ছে।
আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নিউক্রস রোডস্থ রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (প্রস্তাবিত) এর কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর শাখার আহবায়ক শামসুজ্জামান সামু সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকারে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের আহ্বায়ক মেহেদী হাসান মুন, স্টিয়ারিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা, ইউনিয়নের সদস্য সচিব এস এম লিটন, ইউনিয়নের সিনিয়র সদস্য লোকমান ফারুক, রুস্তম আলী সরকার, রায়হান শরীফ, এ সাত্তার মানিক, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম,নুর ইসলাম নোবেল,নুর আলম, আমিরুল ইসলাম রাজু, মোশারফ হোসেন, সৈয়দা কনক শিল্পী আক্তার, মোটর শ্রমিক নেতা হারুন চৌধুরী প্রমুখ।
 মহানগর বিএনপির আহবায়ক, শামসুজ্জামান শামু বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, আপনাদের (সাংবাদিক) বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে রংপুর তথা দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি দেশ ও জাতির উন্নয়নের সব সময় আমাদের কাজ করার জন্য পরামর্শ দিচ্ছেন।
বিএনপির এই নেতা আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।  সাধারণ শিক্ষার চেয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার দরকার। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বিদেশ নির্ভর নয়, আমাদের নিজস্ব  টাকায তিস্তা প্রকল্পসহ  বড় বড় প্রকল্প উন্নয়ন করা সম্ভব। এজন্য প্রয়োজন সকলের  সদিচ্ছা। আমাদের সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *