

মোঃ শাহজাহান বাশার স্টাফ রিপোর্টার
মায়ের আঁচল, শীতল ছায়া, যেন নির্ভরতার এক মায়াবী কায়া। ঝড়-বৃষ্টিতে, জীবনের যুদ্ধে এই আঁচলে পাই শান্তি স্নিগ্ধে। মায়ের আঁচল, দুধে ভেজা ঘ্রাণ শৈশবের গান আর নিখাদ প্রাণ। যতটুকু সুখ, যত টুকু আলো এই আঁচলে লুকিয়ে থাকে সব ভালো। আঁচলটা যখন মাথায় রাখি, ভুলে যাই দুঃখ, মুছে যায় ফাঁকি। জগতের যত জ্বালা আর ভয় মায়ের আঁচলে মেলে শান্তির রয়। এই আঁচলেই মুছে দিয়েছে চোখ যখন জীবন ভেঙেছে অবলোক। মায়ের ভালোবাসা সীমাহীন স্রোত যুগে যুগে ধরে রেখেছে যত। মায়ের আঁচল মানে স্নেহের ছায়া সেখানে পাই আশ্রয়, নিরাপদ মায়া। আমার পৃথিবী এই আঁচলেই বাঁধা মায়ের ভালোবাসায় সব দুঃখ মধুর সাধা।