

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানে দুই প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাজাসহ চারজন মাদক পাচারকারী আটক হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা সদরের আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাইভেটকার দুটি জব্দ করা হয়।
আটককৃত মাদক পাচারকারীরা হলেন: ১. মোঃ মহসিন (৫০), ঝালকাঠি জেলার সদর থানার বারইআরা গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে। ২. মোঃ রাজিব তালুকদার (৩১), মাদারীপুর জেলার সদর থানার খাদনসি গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে। ৩. মোঃ নাঈম মোল্লা (৩৩), মাদারীপুর জেলার রাজৈর থানার খালিয়া গ্রামের মোঃ কালাম মোল্লার ছেলে। ৪. আসাদুজ্জামান রাজু (রাজু মোল্লা) (৩৪), পাবনা জেলার বেড়া থানার ঘোপশিলেনদা মোঃ হেলাল মোল্লার ছেলে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার দুটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঝালকাঠি, মাদারীপুর, পাবনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।