

এ সালাম চান তরফদার, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ত্রি বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার ২২ ফ্রেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির নিজ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রাত ২ টায় প্রধান নির্বাচন কমিশনার মো.খলিলুর রহমান মিয়া ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে ১১ টি পদে ২১ জন প্রার্থী নির্বাচন করেন। মো. ফজলুল হক তালুকদার সভাপতি এবং মো. শহিদুল ইসলাম ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।ন অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মেহেদী হাসান পারভেজ, মো আল আমীন খান, মোঃ খোকন খান, যুগ্ম সম্পাদক মোঃ মাহমুদুর রহমান মাসুম,কোষাধক্ষ্য মোঃ মহসীন খান নাট্য ও প্রমোদ সম্পদক মোঃ আনিসুর রহমান সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আঃ রহিম, প্রচার সম্পাদক মোঃ আব্বাস আলী তালুকদার, ও দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শুভ নির্বাচিত হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে ইয়ামিন হাসান সহ ৫ জন সদস্য ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হন।