

জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলকলি বাজারে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলকলি ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দিলওয়ার হোসেনের সঞ্চালনায় জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মুফতি সৈয়দ আলী হায়দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি, এডভোকেট ইয়াসীন খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান।
জনশক্তি সমাবেশে বক্তারা বলেন, একমাত্র ইসলামি আইন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি, সমৃদ্ধির কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব। আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়া জনসাধারণের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারবেনা। আওয়ামিলীগ ফ্যাসিবাদি রাষ্ট্র কায়েম করে আলেম উলামা, ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। আ,লীগ ক্ষমতায় গিয়ে প্রতিহিংসা, জুলম, নির্যাতন ও বাকস্বাধীনতা হরন করে শাসন করেছিল, তাদের পরিনতি বিশ্ববাসী দেখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীরকে উৎখাত করতে গিয়ে আজ আ,লীগই দেশের ক্ষমতা ও রাজনীতি থেকে উৎখাত হয়েছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেও ইসলামি আন্দোলন থেকে দমিয়ে রাখা যায়নি, দেশবাসী সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে হবে। বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি কবির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আক্তারুজ্জামান, জগন্নাথপুর উপজেলা উলামা মশায়েখ পরিষদ সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রাহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু সহ অনেকেই। জনশক্তি সমাবেশে জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের দায়িত্বশীল সহ সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।