

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় (২২ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনছুর রহমান ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল্লাহ্ আল গালিব।