মার্চ ২১, ২০২৫
Home » দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসায় দোয়াও বিদায় সংবর্ধনা- ২০২৫ সালে দাখিল পরীক্ষার দুয়ারে পাবাড়ানো যাহারা 
IMG_20250223_152453

আবুল হাসান, স্টাফ রিপোর্টার

২৩ শে ফেব্রায়ারী রবিবার ২০২৫ ইং- দোয়াও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে। ক্বারী মাওলানা মফিজ উদ্দীনের সভাপতিত্বে মাদ্রাসার সহকারী মৌলভী মোজাহিদুল আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআনও হামদ্ তেলওয়াত করেন,ওমর ফারুকও আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষার্থীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলফেরদাউস আলফা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইরশাদ

আলী মাস্টার। উপস্থিত ছিলেন,মাদ্রাসার সুপার  মাওলানা আঃ খালেক, ইবতেদায়ী প্রধান শিক্ষক মাওলানা অলিউল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য দেন, মাওলানা তাসাদ্দা,সহকারী শিক্ষক, সিরাজুল ইসলাম, গোলাম রহমান, আলহাজ্ব ইরশাদ আলী মাস্টার,প্রাত্তন ছাত্র ওলিউল্লাহ ও বিশিষ্ট সংগীত শিল্পী আরাফাত ইসলাম আল-আমিন,মানপাত্র পাঠ করেন, বিদায় শিক্ষার্থী,মোছাঃ মোহনা  ইভা ফারিহা খাতুন।৯ তম শ্রেনীর শিক্ষার্থী,মৌমি সুলতানা ও মুন্নি খাতুন। ২০২৫ সালে দাখিল পরীক্ষার দুয়ারে পা বাড়ালো ১।ইভা ফারিহা২রাবেয়া খাতুন৩সোহানা খাতুন৪খাদিজা খাতুন ৫হাবিবা

খাতুন৬রুমা খাতুন ৭সোনিয়া খাতুন ৮সুমাইয়া সুলতানা খাতুন৯ফতেমা খাতুন ১০আফরিন সুলতানা খাতুন। ১১ইসমাইল হোসেন সিহাব১২রেদওয়ান তানভীর ১৩উসমান গনি১৪মারুফ হোসেন ১৫মেহেদী হোসেন ১৬ফয়সাল হোসেন ১৭ইকরামুল হোসেন ১৮নাসিরউল্লাহ১৯ইব্রাহীম খলিল ২০মনিরুল ইসলাম। ২১বায়োজিত হোসেন ২২তৈয়েবুর রহমান ২৩শাহিন হোসেন ২৪সাদিকুর রহমান ২৫কাইয়ুম হোসেন।  সকল বিদায়ীদের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ভালো রেজাল্ট করতে পারে। ভালো শিক্ষা লাভকরে সেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে। একটি সু- সমাজ উপহার দিতে এগিয়ে

যেতে পারে এমনই দোয়া কামনা করেন প্রধান অতিথি আলফা।তোমরা যেমন মায়ের আদর্শের মধ্যে দিয়ে তিলে তিলে  জীবনে গড়ে উঠেছে। সময় মত মাও পিতা তার সন্তানের মুখে ভাততুলে দিয়েছে।সময়ের মধ্যে তোমার মা ও পিতা মুখে একটি আরবি শব্দ(আলিফ) ও বাংলা (অ)অক্ষর দিতে পারিনি।মাও পিতার সন্মানও শিক্ষার্থীদের সন্মান দিতে হবে এমনই আদর্শের বিষয় গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে বক্তব্য শিক্ষক বৃন্দরা।বিদায় নিয়ে বাড়িতে যাওয়ার সময়ে শিক্ষকদের কাছে ক্ষমাও দোয়া নিয়ে যায়।তাই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *