মার্চ ১৫, ২০২৫
Home » নারীর মর্যাদা ও দুটি কথা
Messenger_creation_3918098435174349

মহসিন আলম মুহিন

নারী সকলের মা, নারী আবার বোন,
নারী কন্যা, নারী জায়া, নারীই দুনিয়ার জীবন।।
না থাকলে পাশে নারী, হতো না দুনিয়ায় নামজারী,
খোদার কৃপা অপরূপ সৃষ্টি একই অঙ্গে কত রূপে নারী।।
নারী দিবস, নারী অধিকার যত বলেই তুমি হাকো,
বিশ্বনবীর নারীর নীতিমালা ফিরে ফিরে তুমি দেখো।।
কন্যা সন্তান জন্ম নিলে-জ্যান্ত দিতো কবর,
নবীজি প্রথা রহিত করে দিলেন মর্যাদার আসর।।
কেমন নিরাপত্তা দিলেন নবী ফিরে দেখো ইতিহাস,
হাজার বছর সহবস্থান মুজদালেফায়-নাই কেন সর্বনাশ।।
বাবার ঘরে, স্বামীর ঘরে,সম্পদের দিলেন নায্য হিস্যা,
মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত, দিলেন সেই শিক্ষা।।
ইনসাফ নয়, এহসান করো তুমি তোমার মাকে,
স্ত্রীকে দিলেন অর্ধাঙ্গিনীর মর্যাদা লেখা আছে কোরআন পাকে।।
সবাই হও সচেতন যত্নবান স্ব স্ব অবস্থান থেকে দাও দাম,
নারীদের বলি তোমরাও খুঁজে নাও বিধাতার করুণার কাম।।
হে নারী, উদ্ভট কোন আচার আচরণ-দিও না মাথায় ঠাঁই,
একটুখানি কষ্ট করে দেখো! সেরা তুমি শ্রেষ্ঠ তোমরাই।।
শাসক, প্রতিনিধি, স্বামী, অভিভাবক যত আছো নারীদের,
একটাই দাবি নারীর সম্মান, তাদের মর্যাদার করনাকো হেরফের।।
জয় হোক নারীর, জয় হোক মানুষ মানবতার,
শীতল হোক নারীর পরশে সুন্দর বসুন্ধরার।।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *