মার্চ ২৩, ২০২৫
Home » নিঝুম দ্বীপ নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয়ে “ক্লাস নিচ্ছেন নিরাপত্তা পহরি
কহক

সাইফুল ইসলাম তুহিন, স্টাফ রিপোর্টার 

২০২৪ সালের ৫ই অগাষ্টে ছাত্রদের  গণ আন্দোলনে পালিয়ে যায় সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার। একে একে আত্নগোপনে রয়েছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক’রাও। নিঝুম দ্বীপ নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকও  আত্নগোপনে। বিদ্যালয় ছুটিরপর সাংবাদিক এর চোখেপড়ে শিক্ষার্থীরা। শিক্ষকদের সাথে কথা বলতে গেলে দেখা যায়  একজন শিক্ষক, একজন কর্মচা রী,দু’জন গেস্ট টিচার নিয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত  দুই শতাধিকের ও বেশি শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন প্রতিদিন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবেদা খানমকে প্রশ্ন করলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এর পর তিনি বলেন হাতিয়া থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ, এই দ্বীপে একটি মাত্র নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ২০২২ সালে এমপি ভুক্ত    হয়। এই দ্বীপে ৪০-৪৫ হাজার লোকের বসবাস। বর্তমানে বিদ্যালয়টি নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় করা প্রয়োজন। নিঝুম দ্বীপ নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য পার্শ্ববর্তী   জাহাজমারা উচ্চ বিদ্যালয়ে যায়। পড়াশোনা করার জন্য প্রায় দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয়। পরবর্তীতে  জাহাজমারা উচ্চ বিদ্যালয় থেকে তারা এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবেদা খানমের দাবী, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে নিঝুম দ্বীপ নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে রুপান্তরিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, বিষয় ভিত্তিক শিক্ষক চেয়ে কতৃপক্ষের কাছে জানানো হয়েছে এবং লিখিত দরখাস্ত  দেয়ার পর আমাকে আশ্বাস দিলেও  নতুন শিক্ষকের দেখামিলেনী।  সাংবাদিক এর খবর পেয়ে বিদ্যালয় ছুটি হওয়া শিক্ষার্থীরা ছুটে আসেন শ্রেণীকক্ষে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো: রায়হান বলেন, আমি আমাদের বিদ্যালয়ের সমস্যা গুলো তুলে ধরলাম।  প্রথমত আমাদের বিদ্যালয়ে শিক্ষকের সমস্যা, যথেষ্ট পরিমাণ শিক্ষক না থাকার কারণে আমরা ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে থাকি। আমরা আমাদের বিদ্যালয়টি নির্ম্ম মাধ্যমিক থেকে উচ্চ বিদ্যালয় চাই। উপজেলা শিক্ষা অফিসে চিঠি দিলেও উত্তর পায়নি বলে দাবী করেন শিক্ষার্থীরা। একে একে  সমস্যার কথা বলতে থাকে কয়েকজন ছাত্রীরাও। বিষয় ভিত্তিক শিক্ষক চাই তারা।
নিঝুম দ্বীপ নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী মুজাম্মেল হক জানান, ২০০০ সন থেকে কর্মরত অবস্থায় আছি। ২০২২ সালের ৬ই জুলাই বিদ্যালয়টি এমপি ভুক্ত হয়।  এই বিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে শিক্ষকের সমস্যা। এবং বিষয় ভিত্তিক শিক্ষকের চাহিদা রয়েছে। এমপি ভুক্ত  চার জন শিক্ষক থাকলেও বর্তমানে ক্লাস নিচ্ছে নিরাপত্তা পহরি সহ  দুই জন এর মধ্যে রয়েছে দু’জন গেস্ট টিচার।  সরজমিনে গিয়ে না দেখলে বুঝতাম না যে,উপরে পিটপাট ভিতরে সদরঘাট। এমন অবস্থা হয়েছে নিঝুম দ্বীপ নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয়ের বড় বড় ভবন দেখে।
কতৃপক্ষের নজর না থাকায় বিপাকে  নিঝুম দ্বীপ নির্ম্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয় ভিত্তিক শিক্ষক থাকলে ভালো রেজাল্ট করে নিঝুম দ্বীপের শিক্ষার্থীরাও দেশের মানুষের সেবা করার সুযোগ পাবে মনে করি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *