মার্চ ১৬, ২০২৫
Home » পাইকগাছায় মৎস্য ঘেরের বাসা ভাংচুর ও ক্ষয়ক্ষতি করে দখল চেষ্টা’র অভিযোগ
Messenger_creation_30B20895-111B-4D49-B126-84F4F458DE80

 পাইকগাছা  খুলনা প্রতিনিধি

পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে  পেশিশক্তি বলে মৎস্য ঘেরের বাসা ভাংচুর ও ক্ষয়ক্ষতি করে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে বোয়ালিয়া ব্রীজের অপরপ্রান্তে কপোতাক্ষ নদের তীরে মাধবী বিশ্বাসের চিংড়ি ঘেরে এ ভাংচুর ও ক্ষয়ক্ষতি’র ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। থানার অভিযোগ সুত্রে জানাগেছে, বোয়ালিয়ার মালোপাড়ার মহিতোষ-মাধবী বিশ্বাস দম্পত্তি বোয়ালিয়া ব্রীজের অপরপ্রান্তে চরভরাটি ৪ বিঘা জমিতে বাঁধবন্ধী ও বাসা বেঁধে  দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছেন। জানাগেছে,  অন্যান্যদের মতো এ দম্পতি  সরকারি রাজস্ব দিয়ে নিয়ম মেনে ডিসিআরের আবেদনও করছেন।
অন্যদিকে, চরভরাটি এ জমি পুর্বপুরুষের দাবি করে স্থানীয় শ্যামল বিশ্বাস গত ১৮ ফেব্রয়ারি ভোরে  দখল করার  চেষ্টায় পাঁয়তারা করলে বিষয়টি থানা পর্যন্ত গড়ালে পুলিশ দু’পক্ষকে যার-যার অবস্থানে থাকার নির্দেশনা দেন। এদিকে মাধবী বিশ্বাস অভিযোগ করেছেন পুলিশের নির্দেশ অম্যান্য করে রবিবার দুপুরে বহিরাগত দুর্বত্তদের ইন্ধনে প্রতিপক্ষ শ্যামল বিশ্বাস দম্পত্তি  ও তাদের ছেলে সাগর ও ভাই বিমল বিশ্বাস  গংরা বাসাবাড়ী ও মাছ ধরা সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেন।খবর পেয়ে টহলরত পুলিশের এসআই আয়ুব আলী ঘটনাস্থলে পৌছে ভাংচুর বন্ধ করে সাগর গংদের  সরিয়ে দেন।  অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি এ প্রতিনিধিকে জানান,সোমবার কাগজপত্র নিয়ে দু’পক্ষকে থানায় ডাকা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *