মার্চ ২৩, ২০২৫
Home » রাজশাহীর তানোরে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজে আলু সংগ্রহের শুভ উদ্বোধন
Messenger_creation_594074623450500 (1)

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি  

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালার মোড়ে অবস্থিত বৃহত্তম বিসমিল্লাহ কোল্ড স্টোরেজে চলতি মৌসুমের আলু সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বছর আংশিকভাবে চালু হওয়া এই স্টোরটি এবার সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে কৃষক ও ব্যবসায়ীদের সেবা দিতে শুরু করেছে। আস্থা অর্জনে সফল বিসমিল্লাহ কোল্ড স্টোরেজ উন্নত সংরক্ষণ ব্যবস্থা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও উন্নত সেবার মানের কারণে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজ ইতোমধ্যেই কৃষক ও আলু ব্যবসায়ীদের মধ্যে আস্থা অর্জন করেছে। ২০ হাজার মেট্রিক টন বা প্রায় ৪ লাখ বস্তা ধারণক্ষমতাসম্পন্ন এই স্টোরটি এবার সম্পূর্ণরূপে আলু সংরক্ষণের জন্য প্রস্তুত।দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠান
২২ ফেব্রুয়ারি, শনিবার, নতুন মৌসুমের আলু সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় আলু ব্যবসায়ী, এজেন্ট ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের ম্যানেজার হেলাল উদ্দীন এবং দোয়া পরিচালনা করেন স্টোরের জামে মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক বজলুর রহমান। তিনি বলেন,”আমরা কৃষক ও ব্যবসায়ীদের আলু সংরক্ষণের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। গত বছরের সফলতা ও গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে আমরা আরও শক্তিশালীভাবে এগিয়ে যেতে চাই। কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে ও তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করতে আমরা নিরলস কাজ করে যাব।তিনি আরও বলেন
“বিসমিল্লাহ কোল্ড স্টোরেজ শুধু একটি সংরক্ষণাগার নয়, এটি কৃষকদের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ। কৃষক ও ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে চাই।উন্নত সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনায় বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের আধুনিক সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক সুবিধাগুলো নিশ্চিত করতে বিশেষজ্ঞ দল কাজ করছে। ন্যায্যমূল্যে কৃষকদের আলু সংর ক্ষণের সুযোগ দেওয়ার পাশাপাশি দ্রুত ও নিরাপদভাবে আলু সংরক্ষণের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসী ও কৃষকরা মনে করছেন, বিসমিল্লাহ কোল্ড স্টোরেজ আলু সংরক্ষ ণের মাধ্যমে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *