

আশরাফুল আলম জীবন,রায়পুর লক্ষীপুর
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের উত্তর কেরোয়া গ্রামে পুকুরে ডুবে মো. মুকবুল আহম্মেদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায়, মৃত অলিউল্যার ছেলে মো.মুকবুল আহম্মেদ বিকেলে গোসল করতে পুকুরে নামেন। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করেন। এক পর্যায়ে তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সৈয়দ আহাম্মদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার অভিযানে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকারী দলের তিন সদস্য হলেন মো. জাফর উদ্দিন, মো. ইকরাম হোসেন ও আতাউল্লাহ্। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সৈয়দ আহাম্মদ বলেন, “খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।”