

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ার কাঠবাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- জাহাঙ্গীর (৩২), তার স্ত্রী বিউটি (২৮) ও তাদের পাঁচ বছর বয়সী সন্তান তোহা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বেরিয়ে কক্ষে জমে যায়। পরে আগুনের সংস্পর্শে এসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের তিনজনই মারাত্মকভাবে দগ্ধ হন। প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ডা. শাওন বিন রহমান জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, এ দুর্ঘটনার পর আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখছেন প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এবং অননুমোদিত ও নিম্নমানের গ্যাস সিলিন্ডার ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়েছে।