

সিরাজগন্জের সলঙ্গায় জগন্নাথপুর দক্ষিনপাড়ায় ভুমিদখল ও জোরপুর্বক একলক্ষ টাকার মাছ মেরে নিয়েগিয়েছে অভিযুক্তরা এবং জমিতে আইল দিয়েছে ভয় ভিতি দেখাচ্ছে নিয়মিত, মেরে ফেলে লাশ গুমকরার হুমকিও দিয়েছে, অভিযোগকারী ৪০ বছর পুর্বে হযরত/সোনাউল্লা ও সুজাব আলী এই তিনজনের থেকে দলিল কৃত ৫৬ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন, এলাকাতে শালিসি বৈঠকে অভিযুক্ত ব্যাক্তিরা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি, অভিযুক্তরা হলো হেলাল/আব্দুর রাজ্জাক/জিন্না/বেল্লাল/ও জিল্লাল উভয়ের পিতা আবুল হোসেন ও আলমগীর পিতা জিল্লাল
সকলেরই বাড়ী জগন্নাথপুর দক্ষিনপাড়া, অভিযুক্তরা অভিযোগকারী মোঃ আব্দুল আজীজ সেখ পিতা মৃত আজগর আলী সেখ গ্রাম জগন্নাথপুর দক্ষিনপাড়া সলঙ্গা সিরাজগন্জ,মোঃ আরিফুল ইসলাম ও মোঃ আব্দুল আলিম উভয়ের পিতা আব্দুল আজীজ সেখ দয়ের থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে বলেছে জমিতে আসতে হলে ৫ লক্ষ টাকা দিতে হবে,জমির চারিপাশে উচু করে পার বাধানো আছে মাছ এবং ধান চাষ একসঙ্গেই হয়ে থাকে,অভিযুক্তরা
এলাকাতে পেশিশক্তি ব্যাবহার করে দুর্বল ও অসহায় কৃষকদের টার্গেট করে এই কাজ করে থাকে,এলাকার ও আশপাশের এলাকার কয়েকজনের সাথে কথা বলে এই ঘটনার সত্যতা জান্তেপারি, ভুক্তভুগীরা সল্ঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন বলে আমাদের জানিয়েছেনএদিকে অভিযোগকারী আব্দুল আজীজ সেখের পুত্র আব্দুল আলিম বাদী হয়ে সিরাজগন্জ সিভিল কোটে ১৪৪ ধারা মামলা করে, কিন্তু অভিযুক্তরা ১৪৪ ধারা ভঙ্গ করে জমিতে গিয়ে আইনকে বৃদ্ধাআঙ্গুল দেখাচ্ছে।