মার্চ ২৫, ২০২৫
Home » এলিফ্যান্ট রোড ছাত্রী হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
image - 2025-02-24T114041.388

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের ৮০৩ নং মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হোস্টেলের অন্যান্য ছাত্রীদের সন্দেহ হলে তারা দরজা বন্ধ দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে আনিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত চলছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আনিকার পরিবার জানিয়েছে, তিনি কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানা যাবে। পুলিশ ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী জব্দ করেছে। এ ঘটনার পর হোস্টেলের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *