

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে। তারা সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে। এ প্রসঙ্গে রোববার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পদত্যাগের দাবি নতুন কিছু নয়। তবে যেসব কারণে এই দাবি উঠছে, সেগুলো যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে পদত্যাগের প্রয়োজন পড়ে না।
তিনি আরও যোগ করেন, ‘শিক্ষার্থীরা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং এটি আরও উন্নত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারবিরোধী চক্রান্তের অভিযোগ এনে বলেন, ‘কিছু মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে সরকার সেটা কোনোভাবেই হতে দেবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং দেশের জনগণ শান্তিতে থাকবে।
অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেভাবেই হোক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করব। দিনে-রাতে যেখানে প্রয়োজন হবে, আমাদের বাহিনী সেখানে যাবে এবং এসব প্রতিহত করবে। যারা এসব কাজ করছে, তাদের আমি ঘুম হারাম করে দেব। এছাড়া বাহিনীকে টহল বাড়ানোর নির্দেশ দিয়েছি। আগামীকাল থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে, সেজন্য তারা ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকে অপরাধ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি বাহিনীর কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চলমান বিতর্ক আরও তীব্র হয়েছে।